মেয়েটি সুখেই থাকে
ছেলেটিই হারিয়ে যায়
মেয়েটি ছিল তার হৃদয়ের সহচর
রাত দুপুরে কথা বলার সাথী
কোন সুন্দর দৃশ্য দেখে ছেলেটি তার কথা সবার আগে ভাবতো
ছেলেটি প্রতিজ্ঞা করেছিল মেয়েটিকে কোন দিন কষ্ট দেবে না
তার হৃদয়ের সব বাসনা পূরন করে দেবে
সকল অভাব মিটিয়ে দেবে ভালবাসা দিয়ে
তারপরে একদিন দীর্ঘ সময় পরে ছেলেটি কেদেছিল
ছাদের কোনে অন্ধাকারে দাঁড়িয়ে
তার দুচোখ বেয়ে টপ টপ করে বৃষ্টির মত ঝরছিলো নোনা জল
ছেলেটি কেদেছিল দীর্ঘসময় মেয়েটির কথা ভেবে
মেয়েটিকে দেখতে ছেলেটি প্রতিদিন রাস্তায় দাড়াতো
একদিন মেয়েটি তাকে বখাটে বলেছিল
তারপরে ছেলেটি আর যায়নি সেখানে।
ছেলেটি প্রেমিক ছিলো
বখাটে নয়
আমাদের ভালবাসা গুলো বড় বেশি হিসাব নিকেশ করে চলে
অঙ্ক করে করে আমরা প্রেম করি ভালবাসি বন্ধু হই
অংকের খাতায় ছেলেটি ছিল বেমানান।
ছেলেটির কান্নার জলে তাই ফল আসে নি।
ছেলেটি শুধু কেদেছে।
সে এই পৃথিবীকে ভালবেসেছিল
ভালবেসেছিল চমৎকার সূর্যোদয়
রমনার লেকের জলে চিকিমিকি আলোছায়া ঢেউ
কৃষ্ণচূড়ার ডালে ছোপ ছোপ আগুন
সে ভালবেসেছিল এই জীবনকে
সে ভালবেসেছিল মেয়েটিকে
একদিন ভোরে হারিয়ে গিয়েছিল সেই ছেলেটি
অভিমান মিশে ছিল তার দু চোখে
তার ভালবাসা কেউ দেখেনি
অঙ্ক মিলিয়ে মেয়েটি সুখেই আছে
ছেলেটিও আর নেই তার মনে
ছেলেটি শুধু নেই
চলে গেছে বহু আগে
ভালবাসাহীন জীবনের করুন আর্তনাদ সয়ে
ব্যর্থ অনুরাগে।।