বাহ্যিক ভাবে না বোঝা গেলেও আমি প্রচন্ড পরিমান আস্তিক একজন মানুষ। কিছু কিছু আধ্যাত্মিক বিষয় আমি খুব অনুভব করি। আমি মনে প্রানে মেনে চলি।
এদের ভেতর আছে।
অহংকার
মিথ্যা
মনে কস্ট
আর মানুষের উপকার।
আমি ফরজ নফল এ জাচ্ছি না। প্লিজ। এইটা ধর্মীয় কোনো পোস্ট না। সেই সাহস আমার নেই। আমি নিজেই হাজার ভুল এ ভরা।
আসল কথায় আসি। আমার নিজের লাইফ এ এই মনে কস্ট বেপার টা আমি খুব যত্ন সহকারে রাখি। মনে প্রানে মেনে চলি। আমি একটু হোচট খেয়ে ও ব্যাথা পেলে আমার কাছে মনে হয় এইটা নিশ্চিত কোনো পাপের ফল। কখনো কারো সাথে রেগে কথা বলার পর মনে হয় এই রে এই মানুষ টার মনে কস্ট দিয়ে দিলাম না তো!! নিজের কাছে অপরাধ বোধ এ ভুগী। আর সে যদি আমার আয়ত্তের ভেতর হয় তাহলে অবশ্যই তার কাছে ক্ষমা চেয়ে নেই।
যুক্তি দাড়া করাই যে আমার মাফ আমি চেয়েছি। বাকী টা তোমার উপর। প্রয়োজনে তার পা ধরে মাফ চাই। কিন্তু এর পর ও আমি জানি যে ক্ষমা বা মনের কস্ট মুখের জিনিস না মুখে বল্লেও মাফ। কিন্তু হয়তো মাফ হয় না। মন থেকে কস্ট গুলো যায় না বলে। আমার কৃতকর্মের ফলে তার ভোগান্তির কারনে।
আমি মানি এবং জানি। যে আমি ভোগ ও করি। ছোট বড় বলে কথা না। আমি মনে করি অন্যায় ভাবে আমি যেই বয়স আর অবস্থ্যান এর লোক কেই আমি কস্ট দেই তার ফল আমি দশ সেকেন্ড হোক আর দশ বছর পড়ে পাবো। এই টাই ঈমান। আমি বিশ্বাস করি আল্লাহ আছেন। তিনি সব ই জানেন যেটা আমি আর তুমিও জানো না।
তাই মা কে মনে কস্ট দেওয়ার পাপ এর তো কথাই নেই আপনি আপনার সন্তান দের ভেতর ও বিভাজন করে কোনো কস্ট দিলে সেটার জন্যে আপনি আল্লাহর দরবারে দায়ী থাকবেন।
আমি সব সময় একটা কথা বলি। বদ্দোয়া দিতে হয় না। লেগে যায়। কাউকে কস্ট দিলা সে বদ্দোয়া দিলো না। কিন্তু এর কারনে সে যে কস্ট টা পেলো মনে হোক আর বাস্তবে সেটাই বদ্দোয়া।
আর এটা থেকে মুক্তির উপায় আল্লাহর কাছে ও নেই
আল্লাহ বলেছেন। আমি ক্ষমা করবো। কিন্তু বান্দা যদি না করে তা হলে আমার ক্ষমা আশা করো না।
এক যুগ পরে হলে ও সেই অভিশাপ এসে পড়ে।
আমি অনেক দেখেছি।
রাস্তার কুকুর কে ও যদি অন্যায় ভাবে একটা লাথি দেন তাহলে তার জন্যে ও আপনাকে জবাব দিতে হবে। কারন আপনার সুখের লাথিতে কুকুর এর ব্যাথা লেগেছে।
আমি পার পাই না। আমি কখনোই এই সব কিছু করে পার পাই না। সাথে সাথেই এর ফল ভোগ করি।।
তাই আমি খুব ছোট কেই সে যদি হয় আমার বাসার কাজের মেয়েটার ও কস্ট দিলে সেটা ক্ষমা চেয়ে নেই। এবং সেই অনুশোচন এবং ভুল এর প্রায়েশ্চিত্ত করার চেস্টা করি।
বড় বলে কথা না শিশু বলে কথা না। নিশপাপ প্রানী বলে কথা না। এমন কারো মনে কস্ট দিবেন না যে আপনার জীবনের অনেক গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে ছিলো।
ভুল ত্রুটি ক্ষমা করবেন।
আমার জন্যে দোয়া করবেন।