মানুষকে গালি দেয়া বা মন্দ আচরনে কষ্ট দেয়া গুনাহের কাজ


আমরা আজকাল মজার ছলে , কাউকে পচানোর জন্য , ছোট করার জন্য , হাসানোর জন্য অনেক কথা বলে থাকি যা উক্ত ব্যক্তির মনে কষ্ট পৌছাতে পারে , যা কঠিন গুনাহের কাজ।

ঐ ব্যক্তি যদি মাফ না করেন তাহলে আল্লাহ ও তাকে মাফ করবেন না।
এবং দুনিয়ার এই হাসি ঠাট্টা রসিকতার জন্য কঠিন শাস্তি পেতে হবে।

মানুষকে গালি দেয়া বা মন্দ আচরনে কষ্ট দেয়া গুনাহের কাজ ...

আল্লাহ বলেন-
যারা বিনা অপরাধে মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে কষ্ট দেয়,তারা মিথ্যা
অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে। (সূরা আহযাব আয়াত ৫৮)
.
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন, তোমরা মুসলমানদেরকে কষ্ট দিওনা, তাহাদেরকে লজ্জা দিওনা এবং তাহাদের দোষ-ত্রুটি খুঁজিও না। (ইবনে হিব্বান)
.
রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনার দিকে ইঙ্গিত করে বলেছেন, তাকওয়া এখানে। এভাবে তিনবার বলেছেন। তারপর বলেছেন, মানুষ অপরাধী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে তার মুসলমান ভাইকে নগণ্য বা তুচ্ছ মনে করবে। -সহীহ মুসলিম
.
রাসূল (সাঃ) বলেছেন - যে ব্যক্তি ব্যক্তি তাঁদের কষ্ট দিলো, সে মূলতঃ আমাকেই কষ্ট দিলো, আর যে আমাকে কষ্ট দিলো সে মূলত আল্লাহ পাককে কষ্ট দিলো, অর্থ্যাৎ আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করলো- (জামে সগীর)
.
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম বললেন, “আমার উম্মতের মধ্যে (আসল) নিঃস্ব তো হচ্ছে সেই ব্যক্তি, যে কিয়ামতের দিন অনেক নামায, রোযা ও যাকাতের (নেকী) নিয়ে হাজির হবে। কিন্তু এর সাথে সে এমন অবস্থায় আসবে যে, সে কাউকে গালি দিয়েছে। কারো প্রতি মিথ্যা অপবাদ আরোপ করেছে, কারো মাল (অবৈধভাবে) ভক্ষণ করেছে। কারো রক্তপাত করেছে এবং কাউকে মেরেছে। অতঃপর অমুক (অত্যাচারিত) কে তার নেকী দেওয়া হবে, অমুক (অত্যাচারিত) কে তার নেকী দেওয়া হবে। পরিশেষে যদি তার নেকীরাশি অন্যান্যদের দাবী পূরণ করার পূর্বেই শেষ হয়ে যায়, তাহলে তাদের পাপরাশি নিয়ে তার উপর চাপানো হবে। অতঃপর (অন্যদের পাপের বোঝার কারণে) তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।”
[সহীহ মুসলিমঃ ২৫৮১; তিরমিযীঃ ২৪১৮; মুসনাদে আহমাদঃ ৭৯৬৯]
.
আজ থেকেই সতর্ক হই , খেয়াল রাখি আমার কথার দ্বারা যাতে অন্য কেউ কষ্ট না পেয়ে যায় , আর কাউকে যদি কষ্ট দিয়েই ফেলি তাহলে তার কাছ থেকে মাফ চেয়ে নেই , তা না হলে পরকালে এর কঠিন হিসাব দিতে হবে ।
.
আল্লাহ আমাকে ও সবাইকে আমল করার তওফিক দান করুক,আমিন।


পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না কিন্তু।