কারো উপর রাগে ক্ষোভে তেলে বেলে আগুন হয়ে তাকে দুটা কথা বলার আগে নিজেকে কিছু সময়ের জন্য তার জায়গায় নিয়ে এসো। তার জায়গায় থাকলে তখন তুমি কী ভাবতে আর কী বলতে সেটা কল্পনা করতে গিয়ে দেখবে তার পক্ষে তুমি এমন কিছু যুক্তি খুঁজে পাবে যেটা সে নিজ থেকে তোমাকে বলেও বোঝাতে পারত না।
নির্জন রাতে মুষল ধারার বৃষ্টিতে রিকশা ওয়ালা প্রায় দ্বিগুণ ভাড়া চাওয়ার পর তাৎক্ষনিক প্রতিক্রিয়া না দেখিয়ে তুমি বরং তার দৃষ্টি দিয়ে ব্যাখ্যা কর– এই নির্জন রাতে শীতে ভিজে ভিজে সে অপেক্ষা করছে দুটা টাকা বেশি পাবার জন্যই।
বন্ধুদের সাথে ভাল ব্যাবহার করার চাইতে শত্রুদের সাথে ভাল ব্যাবহার করাটা বেশি জরুরী। মনে কর কেউ অগোচরে তোমার ক্ষতি করতে চায়, ব্যাপারটা তুমি জেনে গেলেও তাকে সেটা বুঝতে দেবে না।
তার ব্যাপারে তুমি যেটা জানো সেটা তোমার মনের ভেতরে রেখে দিয়ে তার সাথে যতদূর সম্ভব ভাল ব্যাবহার কর। সে হয়ত অগোচরে এটা সেটা বলে যাবে কিন্তু তুমি তাকে শত্রু বানিয়ে ফেললে সে তোমার বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করবে।
লোভ , হিংসা এবং অহংকার এই তিনটা জিনিস একটা মানুষকে মানুষ হতে দেয় না। আমরা লোভ না করে আশা করতে পারি। আশা মানুষকে বাঁচিয়ে রাখে; লোভ মানুষকে হতাশায় রাখে।
একটা মানুষ কখন অন্য একটা মানুষকে হিংসে করে জানো ?
যখন তুমি জানো যে মানুষটা যোগ্য এবং তুমি অযোগ্য। তুমি বরং নিজেকে যোগ্য করার জন্য পরিশ্রম করে যাও।
হিংসা আসে প্রতিযোগিতা থেকে। প্রতিযোগিতা করবে না, সে ভাল থাকলে তোমার এক বিন্দু ক্ষতি নেই, তুমি বরং নিজেকে ভাল রাখার চেষ্টা কর।
একটা গাছের ঠিক ভাবে বেড়ে উঠার জন্য মাঝে মাঝে আগাছা কেটে ফেলতে হয়। যত বড় গাছ তত বেশি আগাছা। মানুষের ক্ষেত্রেও তাই। মানুষের আগাছা হল অহংকার।
অহংকারী ব্যক্তির যত প্রতিভাই থাকুক না কেন, তিনি নবীজির শত্রু... আল্লাহ্র শত্রু.. তোমার বন্ধু হয় কীভাবে ?
রাসুলুল্লাহ (স) বলেছেন, ‘যার মনে একটি অণু পরিমাণ ওজনেরও অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না।'
আমরা সবাইকে খুশি রাখতে গিয়ে প্রায়শই বেফাঁস কথা বলে ফেলি। সব সময় সবাইকে খুশি রাখতে যাবে না। সবাইকে খুশি রাখতে গেলে তুমি কাউকেই খুশি রাখতে পারবে না। তুমি বরং তাকে ততটুকুই দাও যতটুকু তার প্রাপ্য।
জিহ্বা চালাতে ভুল করলে দাঁতের কামড় খেতে হয়। বেফাঁস কথা বলে ফেললে তুমি নিজেই চলে যাবে আরেকজনের দাঁতের ভেতরে। সাবধান !