আপনি কাউকে কিছু বলতে চান?


আপনি কাউকে কিছু বলতে চান? যেটা খুবই স্বাভাবিক। আপনি কি বলতে চান তা শুধুমাত্র আপনিই জানেন। সে কথা গুলো যে কোন ব্যাপারে তা হতে পারে। কারো চলন বা কারো কথা হয়তো আপনার ভুল মনে হচ্ছে! আপনি যদি তার সেই রকম শুভাকাঙ্ক্ষী ই হোন। তাহলে তাকে সরাসরি বলুন। তার পেছনে না বলে তাকেই বলুন তার কথা।
এতে অনেক গুলো উপকার হবে।
আপনি তার স্বম্পর্কে কি ভাবছেন সেটা সে জানবে। হতে পারে আপনি ভুল জানছেন। সেটা সে শুধরে দিবে।
সে তার ভুল হচ্ছে কিনা সেটা সে ভেবে দেখতে পারবে।
সে নিজেকে শুধরে নিবে। আপনার জাজমেন্ট নিয়ে সে ভাববে।
আপনি তার কেমন বন্ধু বা কেমন ভাবে আপনার সাথে রিলেশন টা আগানো যায় সেটা সে বুঝবে। বুঝে সে এর পর বাকী জিনিস গুলোতে আগাবে।
হতে পারে আপনি ভুল হতে পারে সে। সো যখন সামনা সামনি বলবেন তখন দুই জন ই ক্লিয়ার হতে পারবেন আসলে কার জিনিস টা ভুল।
পেছনে আর একজনের সাথে যখন সমালোচনা করবেন বা পেছনে উনার সেল্ফি দেখে আইডিয়া করে নিলেন মানুষ টা, কেমন তাহলে ব্যাপারটা পুরোপুরো শতভাগ সঠিক হবে না একটা মানুষ কে নিয়ে ভুল ধারনা থাকাটা কি আপনার আর তার রিলেশন এর জন্যে সঠিক?
মানুষের অনেক রকম লাইফ থাকে চাপ্পা দাড়ির লোক ও জংগী হয়ে মানুষ খুন করে আবার খুব স্টাইলিশ লোক টাও রাইফেলস হাতে জংগী দমন করে।
এই যে শাহরুখ কে নিয়ে সবাই সেল্ফি দিচ্ছে। আমি খুব মজা পাচ্ছি। ভালো লাগছে। মানুষ খুশী হচ্ছে। মজা করছে। একজন মানুষ খুশী। যে ভালো আছে। ভাবতেই তো ভালো লাগে।
এইটা নিয়ে ও আমাদের প্রব্লেম এর শেষ নেই।
আমাদের কি আরো ম্যাচিউর আর আরো পসিটিভ হওয়া উচিত না??
তাই মানষ কে বুঝতে শিখি। বাচতে শিখাই। বাচাই।
তার সুখ এ আমার কোনো ক্ষতি নেই। তার দুক্ষে আছে।
এই ভাবে যে একটা মানুষ কস্ট করে বা কস্ট পেয়ে পেয়ে তার এই একটা মাত্র জীবন পার করে দিচ্ছে।