মানুষের সৌন্দর্য বাহ্যিক দৃশ্যে নয়, চরিত্র দ্বারাই মানুষ সুন্দর হয়




"মানুষের সৌন্দর্য বাহ্যিক দৃশ্যে নয়, চরিত্র দ্বারাই মানুষ সুন্দর হয়।" হযরত মোহাম্মদ (সঃ).....!!!

আসলে মানুষের অন্তর্নিহিত কষ্ট নিজে ছাড়া কেউ বুঝে না। বাহ্যিক গঠন দিয়ে মানুষ সুন্দর হয় না, সুন্দর হয় ব্যবহারে, মন মানসিকতা দিয়ে যা সবাই উপলব্ধি পারে না। আসলে অনেকে মুখে অনেক কিছু বলতে পারে, কিন্তু দেখা যায় দ্বিধায় পড়ে সব কিছু এলোমেলো করে ফেলে। বলা অনেক সহজ আমি তোমায় ভালোবাসি কিন্তু ভালবেসে সারাজীবন পাশে থাকা এবং ধরে রাখা খুব কম মানুষই পারে। বন্ধু আমি তোর পাশে আছি সারাজীবন বলা অনেক সহজ, কিন্তু দুর্ভাগ্যের বিষয় বন্ধুত্ব এবং ভালোবাসা কম মানুষই মূল্যায়ন করতে পারে। অনেকে বন্ধু খুজতে গেলে আগে দেখে মোটা নাকি চিকন, খাটো নাকি লম্বা  কিন্তু এটা বুঝে না এরা ও মানুষ, এদেরও মন আছে। আল্লাহ্‌ই তাদের সৃষ্টি করেছেন। তাদের মধ্যে কী কী সীমাবদ্ধতা আছে তা বের করে হৈহল্লা করি কিন্তু এটা চিন্তা করিনা এই সীমাবদ্ধতাগুলো কীভাবে তার ভালো দিক বানানো যায়। প্রত্যেক মানুষ সীমাবদ্ধতায় আবদ্ধ কিন্তু এর মাঝে কিছু গণ্ডমূর্খ মানুষ নিজেদের স্বল্প বিদ্যা নিয়ে জাহির করে। অথচ এরা ভুলে যায় এরা মানুষের জন্য কতটা ক্ষতিকর। তাই মানুষের সীমাবদ্ধতা উপলব্ধি করতে শিখুন, সম্পর্ককে শ্রদ্ধা করতে শিখুন, ভালো বন্ধু হতে শিখুন, ভালবাসতে শিখুন এবং মানুষকে বেঁচে থাকতে শিখান এবং মানুষের সীমাবদ্ধতাকে মানুষের শক্তি বানিয়ে সামনে এগিয়ে যেতে শিখান, কাজে দিবে।