ফেসবুক


ফেইসবুক
আমাদের জীবনের অনেক বড় একটা জায়গা দখল করে নেওয়া একটা যান্ত্রিক পদ্ধতির নাম।
যার মাধ্যমে আমরা নিজেদের হাজার হাজার পারসোনাল জিনিস শত শত জানা অজানা চেনা অচেনা মানুষ এর কাছে তুলে ধরছি।
নিজের মন মানসিকতা। নিজের স্বম্পর্কে সব আমরা সবার মাঝে বিলিয়ে দিচ্ছি অকপটে। প্রাইভেসি বলে কিছুই রাখছি না।
পরিবার। বন্ধু প্রেমিক সবাইকেই তুলে ধরছি জন সম্নুখে। মানুষ এক টা আইডি ঘাটলেই বুঝে যায় এর বউ কে এর ছেলে মেয়ে কয়টা। সে কত তারিখ কই খাইসে। তার সাথে কে ছিলো। আর মাশাল্লাহ এক এক জনের বায়ো তো!! একেবারে খোদাই করে লিখা।
ভাবি? একটু।
কি করছি?? নিজের প্রাইভেসির কোনো জাত রাখছি না। লাইফ টা কে চরম ইনসিকিউর করে দিচ্ছি। সাথে পরিবার কে ও। এমন কিছু রিলেশন এ জড়িয়ে যাচ্ছি। যেই স্বম্পর্কের কোনো ভিত্তি ই নেই। এক মেসেজ এ রিলেশন অন্য মেসেজ এ শেষ। সে যত গভীর ই হোক না কেনো!! হৃদয় দিয়ে রিলেশন সেটা থাকছে না। হাজার হাজার কোটি কোটি সেকেন্ড ব্যয় করছি এই ফেইয়াবুক পেছনে। ( ইনক্লুডিং মি) অযথা। অহেতুক। অপ্রাসঙ্গিক। অবাস্তব। সব অ এই ফেইসবুক এ করছি।
ফল?
ফল হলো সারা বছর গাছে পানি দিলাম। এক সময় জানতে পারলাম যে আমি যেই বিজ টা মাটিত পুতসি সেটা এইখানে না। সেটা অন্য জায়গা।
ফল হচ্ছে মানুষ জেনে যাচ্চে খুব সহজে আপনাকে। সো সে ইজিলি আপনার ব্যাক্তিগত জীবনে ঢুকে যেতে পারবে। ভুল রিলেশন এ জড়িয়ে নিজেকে হারিয়ে ফেলতে পারেন। শত্রু জন্ম নিচ্ছে কারন কিছু হলেই লেদা পোলার মতো আমরা যতই ম্যাচিউর হই মানুষ কে নিয়ে ধুম করে পোস্ট দিয়ে ফেলি। অথচ তার সাথে হয়তো আমার কোনো রিলেশন ই নাই। অনেক সময় ফেসে যাই জড়িয়ে পড়ি অনেল বড় কোনো জাল এ।
কি করবো তাহলে??
নিজের ফেইসবুক আইডি টা তে মিনিমাম প্রাইভেসি বজায় রাখুন। আপনার আইইডিতে আপনার চোদ্দ গুস্টির বায়ো দিতে হবে। আপনি বিয়াত্তা না আবিয়াত্তা। আপনার জামাই কই আপনার কি আবার বিয়ে হইসে কিনা!! এইগুলো শেয়ার করতে আপনি বাউন্ড না।
ফ্রেন্ড মানে কি?? বন্ধু? মানে কি?? একটা মেসেজ এই বন্ধুত্ত হয়ে যায়?? তাই ফ্রেন্ড রিকোয়েস্ট বুঝে এক্সেপ্ট করুন। আপনাকে যে যাই বলুক আপনি আপনার জায়গায় ঠিক কিনা সেটা বড় কথা। নিজের কাছে আপনি কতটুকু শুদ্ধ সেটা ভাবুন। ভুল হয় ভুল কাটিয়ে উঠাই আসল। সিকারক্তি ভুল এর প্রায়েশ্চিত্ত করায়।
তাই নিজের ফেইস বুক আইডি কে লিমিটেড রাখুন। ইনবক্স খুব মারাত্তক একটা জায়গা। খুব সাবধানে কথা বলুন। আপনাকে শেষ করার জন্যে আপনার অসাবধান ভাবে লিখাই যথেষ্ট!! আপনাকে আজকে যে মাথায় তুলছে সে আপনাকে মাথা থেকে আছাড় দিতে বেশীক্ষন সময় নিবে না।
তাই মেয়ে হোক আর ছেলে!! ইনবক্স এ সাবধান। ফেইসবুক এর রিলেশন গুলো ফেইস বুক এর মধ্যেই থাকুক।
হ্যা কিছু কিছু রিলেশন ফেইসবুক থেকে হয়ে অনেক সুন্দর পরিনতি তে যায়। সেটা ভিন্ন জিনিস সেই রিলেশন এর কোনো লিমিটেশন নাই। সেই সব রিলেশন কে খেয়ে হোক না খেয়ে হোক মেইনটেইন করা টা এমনি ই এসে যায়। সে রিলেশন গুলো উপর থেকে গ্রেন্টেড হয়ে যায় সিল গালা দিয়ে। এই রিলেশন এর জন্যে প্রয়োজনে অনেক কিছুই ত্যাগ করতে হয়।
আর ও কিছু তালিম
ফেইস বুক এ কারো সাথে ঝগড়া করে। বা বাস্তবে কারো সাথে মনমালিন্য থেকে কঅখনই কোনো পোস্ট দিবেন না এইটা খুব ই নগন্য মন মানসিকতার কাজ। প্রয়জনে তাকে ফোন দিন। প্রয়োজনে তাকে ম্যাসেজ এ বলুন আপনার রাগ করার কারন।
একটা কথা মনে রাখবেন আজ অন্য কেউ বিপদে আপনি মজা নিচ্ছেন। কাল এই রকম বিপদে আমিও তো পড়তে পারি।
আমি সব সময় ভাবি যে ছোট একটু ব্যাথা ও যখন পাই আমি আমার কর্ম। ফল পাচ্ছি। আমি কখনওই কারো কস্টে খুশী হতে পারি না। কিন্তু এইটা ও চাই যে যার যার কাজের ফল সে ভোগ করুক। আমি করলে আমিমি অন্য কেউ করলে অন্য কেউ।
তাই যার সাথে রিলেশন শেষ। তার ওয়াল এ বা তার লাইফ এ আপনার কোনো কাজ নেই। তার লাইফ তার জীবন তার মতো ভোগ করতে দিন। আমি তাই করি এখন। করো ওয়াল কারো জীবন নিয়ে ঘাটানো আমি করি না ভাবি কি লাভ !!! যে মানুষ টা জীবনেই নেই তার কিছু তেই কি কিছু আসে যায় ?? তাই পুরোপুরি ই নিজের জগৎ নিয়ে থাকুন । যতক্ষন না কেউ আপনার ক্ষতি করছে।।
লাইফ এ শুদ্ধতা খুব প্রয়োজন। খুব দরকার যে যাই করছেন সৎ ভাবে করেন। আমার বন্ধু সেদিন বিয়ে করলো বিশ বছর রিলেশন এর মানুষ কে। কিন্তু মেয়ের বাবার কাছে নিজে গিয়ে তার কাছে সুন্দর করে তার অনুভুতির কথা বলে। তার অনুমুতি চেয়ে।
তাই প্রফেশন হোক আর পারসানাল লাইফ। শত ভাগ সৎ থাকলে আপনাকে কেউ থামাতে পারবে না।
ও!! আর ফেইসবুক লাইফ?? এই রোবট কে আপনাকে হ্যাক করতে দিবেন না। জীবনন একটাই। নাহ? /

কালেক্টেড