আমি পরোয়া করিনা তুমি কত বড় পাপী

আনাস (রা:) থেকে বর্ণীত, রাসুল (স:) বলেছেন, আল্লাহ্ তা'আলা বলেন, হে আদমের ছেলে-মেয়েরা শোনো, তুমি যেইভাবে আশা পোষন কর আমি সেইভাবে ক্ষমা করি, তুমি কত বড় পাপি আমি আল্লাহ পরোয়া করিনা। তুমি যেইভাবে আশা কর সেইভাবে ক্ষমা করি, আমি পরোয়া করিনা তুমি কত বড় পাপী। হে আদমের ছেলে-মেয়ে শুনে রাখ, যেইভাবে আমার কাছে আশা কর সেইভাবে ক্ষমা করি, আমি পরোয়া করিনা তুমি কত বড় পাপী! হে আদমের ছেলে-মেয়েরা শোন,
তোমাদের পাপ বেশি হতে হতে হতে... যদি একেবারে আকাশে পৌছে যায়, সারা পৃথিবী পাপে পরিপূর্ণ আকাশ পর্যন্ত এর পরও যদি আমার কাছে ক্ষমা চাও, আমি পরোয়া করিনা তুমি কত বড় পাপী, আমি
তোমাকে ক্ষমা করে দেব। আমি পরোয়া করিনা তুমি কত বড় পাপী। আমাকে একটু বলনা যে ভুল হয়েছে। আমাকে একটু বল, আমি তোমার বলার প্রতিক্ষায় রয়েছি।