বিয়ে নিয়ে অতিমাত্রায় উৎসাহীদের উদ্দেশ্যে কিছু বলা




বিয়ে নিয়ে অতিমাত্রায় উৎসাহীদের উদ্দেশ্যে কিছু বলার ছিলো, যাদের অনলাইন অফলাইন আলোচনার বিষয়বস্তু সামহাউ একটাই :
আপা/ভাই, জানেন তো, দূরের ঘাস সবসময়ই সবুজ মনে হয়! আজকে যে মানুষটা বিয়ে বিয়ে করে অস্থির, সেই মানুষটাই কিন্তু কাল বিয়ের পর ভাবছে- জীবনে কী পেলাম! আগেই ভালো ছিলাম।

বাস্তবতা হচ্ছে, জীবনের প্রতিটি পর্যায়ই মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। বিয়ের আগে যেমন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন, বিয়ের পরেও সে পরীক্ষার ধারাবাহিকতা চলবে, হয়তো প্রশ্নের সেট বদলে যাবে, বদলে যাবে পরীক্ষার ধাচ, আঙ্গিক, স্থান, কাল। কোন কিছু নিয়ে অতিরিক্ত স্বপ্ন দেখাটা বিপদজনক এই অর্থে যে, ঐ স্বপ্নগুলোই একসময় কষ্টের বীজ বোনার রসদ জোগায়। জীবনে যে অবস্থায় আছেন, সেই অবস্থায় 'আলহামদুলিল্লাহ' বলতে শিখুন, কার্যকর পদক্ষেপ নিয়ে আল্লাহর উপর 'তাওয়াক্কুল' করতে শিখুন, জীবনের বাস্তবতাগুলো 'সবর' এর সাথে মেনে নিতে শিখুন। সবর, শুকর, তাওয়াক্কুল অর্জন করতে পারলে জীবনের যেকোন পর্যায়েই সুখী হতে পারবেন, সুখী হওয়ার মূলমন্ত্র আসলে এটাই। জানেন তো, মু'মিনের জন্য পাওয়া- না পাওয়া দুটোই প্রাপ্তির, এপারে নয়তো ওপারে। 'আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল'। :) :)