বলবোনা আজ তোমায় ভালবাসি


নিস্তব্ধ আকাশে তোমায় খোজে ফিরি।
অন্ধকারের মাঝে তোমার ছবি আকি।
আবারও এই ছায়ায় তোমায়
খোজে বেড়াই।
আমার এই মায়ায়,তোমায়
কেন জরায়। 
তবু এই আড়ালে, 
তবু এই খেয়ালে,
শুধু তুমি রয়েছো আমারই।
------এই মায়ায়------ 
----আ--হা হা---- 
------এই মায়ায়------।
বলবোনা আজ তোমায় ভালবাসি,
বলবোনা তুমি-ই পৃথিবী,
বলবোনা তোমায় ভালবাসি কত,
বলবোনা তুমি-ই পৃথিবী।
তবু এই হ্রদয়ে যত
শূন্য ছবি আছে সব তোমার
তরে কেটে যায়।
-----নতুন সুরে-----
আ--হা--হা
-----নতুন সুরে-----
HishamAlIslam