তোমার রজত রাগে রঞ্জিত হয়


তোমার চোখের দিকে তাকিয়ে আমি যেন ঠিক আকাশটি আঁকতে পারি,
একে তুমি কী বলবে, অর্পিতা? এ কোন রাগের কবিতা!
নক্ষত্রের রাতে ধ্রুবতারা কেনো এতোকাল অবিচল, তুমি জানো না?
আঁধারে-অমানিশায় হৃদয়ের বিষুবরেখায় নৈশব্দের শব্দেরা ভীড় জমায় কোন মায়ায়!
তুমি সামনে এলে দিশা, আড়ালে অমানিশা –
এর অধিক সংজ্ঞা নেই, নেই কোনো ভাষা;
তোমার ঠোঁটে হাসে রাত, ভাসে অমারাত তোমারই নির্লিপ্ততা ধরে;
দেখো, সমস্ত পৃথিবী তোমাকেই ভালোবাসে, কাছে আসে, 
তোমাকে ভালোবেসেই মাথা রাখে রাতের শিয়রে;
তোমার রজত রাগে রঞ্জিত হয় পৃথিবীর সব প্রেমের কবিতা।
HishamAlIslam