মনের ক্যানভাস


মনের ক্যানভাসে তোকে যে স্থান দিয়েছি
সে সত্য ভাঙবো কি করে
নিবার্সিত জীবনকে পইপই।
সাজিয়েছি কষ্টের পসরা 
সত্যের বুকে নিষ্ঠুর চাবুক বসিয়ে।
আজো তাড়া করি মন্থন মনকে
তাই তো প্রশ্ন করি নিজেকে।
অন্তর্যামী যেখানে সায় দেয়নি
সেখানে ক্ষণভাঙ্গুর প্রতিশ্রুতির
কি-ই-বা মূল্য আছে?
চলে যখন যেতেই হবে
তবে মিছে মায়া বাড়িয়ে
কি লাভ! এ কথা ভেবেই
নিঃশব্দে নত মুখে।
আশীর্বাদ চেয়েছি স্বয়ং বিধাতার
বিধাতা, তুমি আশীর্বাদ করো
পাষাণ আর কঠোর চিত্তের মনকে
না হয় একটু নরম-ই করো।
আর না হলে
কঠিন মুক্তির মতো নিষ্ঠুর করো।
আর না হলে 
শেষ মুক্তির মতো নিথর করো।