


সেই দিন গুলো আর ফিরে পাবো না, পাবো না সেই সময়।।।।।।



কিছু সাজানো নাটক, কিছু কঠিন বাস্তব
কিছু অলীক চরিত্র — মেকি অনুভব।
কিছু সহজ অংক, কিছু যেন গোঁজামিল
কিছু কিছু হিসেব মেলানোই মুশকিল।
হারিয়ে খুঁজি নতুন করে উল্টিয়ে স্মৃতির পাতা
আজ বারে বারে শুধু মনে পড়ে পুরনো দিনের কথা।
অতীত কখনো ফিরে আসে না!
তবু মানুষ ফিরে পেতে চায় তার হারানো অতীতকে,
যেমনি ভাবে আমি..........
এটা সত্য যে হারানো দিনের কাছে আর ফিরে যাওয়া যায় না!
তবে হারানো দিনের #স্মৃতি ধরে রাখা যায় হৃদয়ের পাতায় ...
হারিয়ে যাওয়া দিনের স্মৃতি চারণে অপূর্ব এক সুখ আছে,
আছে অন্যরকম এক আনন্দের তৃপ্তি ...
তাইতো হৃদয় বার বার গিয়ে দাঁড়ায় অতীতের বেলাভূমিতে।
যেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে
সুখ-দুঃখের, হাসি-কান্নার এবং
আনন্দ-বেদনার অসংখ্য ঝিনুক........ ।।
I MiSs my Past time
😭
😰
😢
😪..........
- HishamAlIslam




- HishamAlIslam