কালো শাড়ি ও হুতুম পেঁচা

"কালো শাড়ি ও হুতুম পেঁচা"
"কালো শাড়ি
খোলা চুল
কালো টিপ,
চোখে কাজল
মুখে দুষ্ট হাসি।"
ঝুম বৃষ্টি পড়ছে জানো,
তোমাকে দেখতে চাই বলে,
এমন ঝড় উঠেছে আজকে,
তুমি নাকি সেজেছো, 
সেই মায়াময় হুতুম পেঁচা ?
"কালো শাড়ি
খোলা চুল
কালো টিপ,
চোখে কাজল
মুখে দুষ্ট হাসি।"

"কালো শাড়ি
খোলা চুল
কালো টিপ,
চোখে কাজল
মুখে দুষ্ট হাসি।"
সময় নিয়েই জানি হারিয়েছি আজানায়,
হালকা থেমে থেমে পুড়ছে তামাক,
তোমায় দেখবো বলে,
পূর্ণিমা ছড়াবে আলো আজকে,
তুমি সত্যি সেজেছো একি মায়ায় ?
"কালো শাড়ি
খোলা চুল
কালো টিপ,
চোখে কাজল
মুখে দুষ্ট হাসি।"

"কালো শাড়ি
খোলা চুল
কালো টিপ,
চোখে কাজল
মুখে দুষ্ট হাসি।"
সালফার পোড়া এই সন্ধ্যায়,
যখন তোমার বাড়ির পানে,
সোডিয়াম আলোয় ঢাকা ব্যালকনিতে,
তোমায় দেখবো বলে,
মনের মাঝে বয়ে যায় মৃদু স্মৃতি আজকে,
সেই মায়াময় হুতুম পেঁচার ?
"কালো শাড়ি
খোলা চুল
কালো টিপ,
চোখে কাজল
মুখে দুষ্ট হাসি।"
HishamAlIslam